"উদ্দেশ্য"

সবাইকে আমাদের Little Star এ স্বাগতম।
আমি Christopher এবং আমার সাথে আছে Chandrima, আমাদের বললাম এই কারণেই। আসলে এই Blog টা বিশেষ কোনো উদ্দেশ্যে নয়, বরং আমাদের দুই জনের Passion কে Follow করার জন্য তৈরি করা হয়েছে। তাই আপনি এখানে কখনোই কোনো নির্দিষ্ট Topic এর উপর পোস্ট পাবেন না। কখনো দেখবেন একটা পোস্টে অনুপ্রেরণামূলক কিছু লিখেছি আবার পরের পোস্টে দেখলেন ছোটো দশ লাইনের একটি কবিতা।
অর্থাৎ মন যেমন চায়। তাই নির্দিষ্ট কোনো কিছু দেখার আশায় বা খোঁজার আশায় এই Blog এ আসলে আপনি অবশ্যই আশাহত হবেন।
তাই পরপর পোস্ট পড়ুন, দেখুন আর Go With the Flow. ধন্যবাদ। 😊

Comments

Popular Posts