Skip to main content

Posts

Featured

"সভ্যতার আঁতুড়ঘর - মেসোপটেমিয়া"

নদীর হাত ধরেই সৃষ্টি হয়েছে বহু মানব সভ্যতার। নদী বহুকাল ধরেই মাতৃস্নেহে লালনপালন করে গিয়েছে সেই সভ্যতাগুলিকে। কিন্তু বর্তমানে অবাধ্য সন্তানের মতোই সভ্য মানুষগুলো বর্জ্যের মাধ্যমে দূষিত করে চলেছে নদীর জল। তবুও স্নেহময়ীর মতোই নদী আজও সহ্য করে চলেছে সেই অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা। এই কারণেই বাংলা সহ বিভিন্ন ভাষার সাহিত্যে নদীকে " মা " বলে সম্মোধন করা হয়েছে। এইরকমই একটি নদীমাতৃক সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা । আজ থেকে প্রায় ৫৭০০ বছর আগে এই সভ্যতার সূচনা হলেও এই সভ্যতা সম্পর্কে জানার আগ্রহ মানুষের মধ্যে আজও আছে। মানব ইতিহাসে " প্রথম সভ্যতা " নামে পরিচিত এই সভ্যতা টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিলো। ইরাকসহ সিরিয়া ও তুরস্কের উত্তরাংশ সাথে ইরানের খুজেস্থান প্রদেশের অঞ্চলগুলিই ছিলো মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত। মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান বা ভূমি । ইউফ্রেটিস ও টাইগ্রীস নদীর মধ্যবর্তী স্থানে এই সভ্যতা গড়ে উঠেছিলো বলে গ্রীকরা এই সভ্যতার নাম দেয় মেসোপটেমিয়া সভ্যতা। প্রাচীনতম সভ্যতার অন্যতম মেসোপটেমিয়া খ্রীস্টপূর্ব ৩৫০০ হতে খ্রীস্টপূর্

Latest Posts

"MARIANA TRENCH - FEEL THE BEAUTY OF DEEPNESS"

"Mount Everest-The Peak of Heaven"

"সর্পকেশী দানবী মেডুসা"

"THE CITY OF GOLD―EL DORADO"

"হারকিউলিস"

"THE ASARO MUDMEN"

"এল ডোরাডো"

"THE MODESTY mesmerizes but ARROGANCE exasperates"

"উদ্দেশ্য"